ধরুন আপনি খুব সাধারন একজন মানুষ কিন্তু অসাধারন সব বিজনেস আইডিয়া ঘুরছে আপনার মাথায়। টাকার অভাবে কোন আইডিয়াই বাস্তবে রুপ দেওয়া সম্ভব হচ্ছে না। এই আইডিয়াগুলোকে বাস্তবে রুপ দিতে হলে দরকার কোটি কোটি টাকার। হয়তো শত কোটি টাকার। আপনার বন্ধু বান্ধব, আত্বীয় স্বজন অথবা ব্যাংক আপনাকে কখনোই শুধু আইডিয়ার উপর ভিত্তি করে কোটি টাকা তো দূরে থাক হয়তো লাখ টাকা দিয়েও ভরসা করবে না! তাহলে উপায়?
উপায় অবশ্য একটা আছে। ১ ,২ কোটি টাকা নয়, ১শ থেকে ২শ অথবা ৫শ কোটি টাকার ফান্ড ও আপনি ম্যানেজ করতে পারবেন আপনার ইউনিক আইডিয়াকে সঠিক ভাবে উপস্থাপনের মাধ্যমে। কোথায়, কি ভাবে এটা করতে হয় তার বিস্তারিত আমি আপনাকে এখানে তুলে ধরবো। So আপনি যদি একজন উদ্যগত্যা হয়ে থাকেন এবং আপনার স্বপ্ন যদি অনেক বড় হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য।
কি ভাবে পেমেন্ট করবেন?
প্রশ্ন ও উত্তর।
পেমেন্ট করার সাথে সাথে কি আমি প্যাকেজটি ডাউনলোড করতে পারবো?
জ্বী। পেমেন্ট সঠিক ভাবে সম্পন্ন হবার সাথে সাথেই আপনি যে ডাউনলোড মেইলটি পাবেন, সেখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
প্যাকেজটির ভেতরে কি কোন ভিডিও টিউটোরিয়াল থাকবে?
জ্বী। প্রতিটি সেকশানেই সেই বিষয়টির উপর ডিটেইল বাংলা ভিডিও টিউটোরিয়াল থাকবে।
ভেঞ্জর ক্যাপিটাল বিষয়ক এই প্যাকেজটি কেনার পর এর ভেতরে আমি কি কি পাবো?
টোটাল প্যাকেজটিকে আমরা ৬ ভাগে ভাগ করেছি। যথাঃ-
1. প্রথম থেকে শুরু করুন।
এই সেকশনে টোটাল কাজগুলো কি ভাবে ধাপে ধাপে সম্পন্ন করবেন তা ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে।
2. কি ভাবে প্রজেক্ট প্রপোজাল তৈরী করবেন।
এই সেকশানে কি ভাবে প্রজেক্ট প্রপোজাল তৈরী করবেন তার বিস্তারিত বাংলা ভিডিও আকারে তুলে ধরা হয়েছে।
সেই সাথে ২ টি পরিপূর্ণ ভেঞ্জর ক্যাপিটালের জন্য তৈরী করা প্রজেক্ট প্রপোজাল এই সেকশানে দেওয়া হয়েছে ও এগুলো কি ভাবে তৈরী করতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে। সাথে অনেকগুলো বিভিন্ন প্রজেক্টের প্রজেক্ট প্রপোজালের ডেমো সেম্পল দেওয়া আছে, যাতে আপনি সহজেই সেগুলো এডিট করে নিজেরটা তৈরী করে নিতে পারেন।
3. ইমেল লেটারের অনুলিপি।
যারা সাধারনত ভেঞ্জর ক্যাপিটাল, এঞ্জেল ক্যাপিটাল অথবা Startup ফান্ড দিয়ে থাকে , তাদের কাছে নিজের প্রজেক্ট প্রপোজাল মেইলের মাধ্যমে Attach করে দেওয়ার সাথে সাথে একটি মেইলও লিখতে হয়। এরকম মেইলের ৩ টি সেম্পল এই সেকশানে MS Word ফাইল আকারে দেওয়া হয়েছে। মেইলের ব্রাকেট [ ] অংশে শুধু আপনি আপনার Information গুলো বসিয়ে দিলেই পাঠানোর জন্য মেইলটি তৈরী হয়ে যাবে।
4. ইনভেস্টরদের প্রশ্ন ও তার উত্তর।
আপনাকে যখন তারা প্রাথমিক ভাবে মনোনিত করবে, তখন আপনার সাথে তারা Online অথবা Offline এ যোগাযোগ করবে। এক্ষেত্রে তারা আপনি একজন যোগ্য প্রার্থী কি না সেটা যাচাই করবার জন্য বেশ কিছু চালাকি পূর্ণ প্রশ্ন করবে। সম্ভাব্য কি ধরনের সেই সকল প্রশ্ন হতে পারে তার বিস্তারিত ভিডিও আকারে এই সেকশানে তুলে ধরা হয়েছে। সাথে প্রায় ৪১ টি প্রশ্ন ও তার উত্তর কি হবে সে বিষয়ের উপর একটি শীট দেওয়া হয়েছে।
5. ১৪০০০ ইনভেস্টরের E-mail Address
এই সেকশানে প্রায় ১৪ হাজার ভেঞ্জর ক্যাপিটাল প্রতিষ্ঠানের CEO, Founder ও ডিসিশান মেকারদের প্রতিষ্ঠানের নাম ও E-mail Address দেওয়া হয়েছে এক্সেল শীটে। এই শীট থেকে মেই নিয়ে আপনি তাদের কাছে মেইল করতে পারবেন।
6. ভেঞ্জর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফিল্ড।
সাধারনত প্রচলিত ও অপ্রচলিত সব সেক্টরেই ভেঞ্জর ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো ইনভেস্ট করে থাকে। এই সেকশানে একটি Word File এ সেই সমস্ত সেক্টর ও তাদের উদাহারন তুলে ধরা হয়েছে। এটি এ বিষয়ক আপনার জ্ঞানের পরিধিকে বাড়াতে সাহায্য করবে।
ডাউনলোড করার পর আমি কি করবো?
টোটাল প্যাকেজটি Zip ফরমেটে আছে। ডাউনলোড করার পর এটাকে Unzip করতে হবে। মোবাইল, ল্যাপটপ অথবা ডেক্সটপে আপনি Zip ফাইলকে কিভাবে Unzip করতে হয় তা YouTube এ Search দিলেই পেয়ে যাবেন। Unzip করার পর আপনি প্যাকেজের ভেতরের ভিডিও, ফাইল সব কিছু দেখতে ও কাজ করতে পারবেন।
ফান্ড পাবার সম্ভবনা কতো পারসেন্ট?
সব কিছু ঠিক থাকলে ৭০% থেকে ৮০% ফান্ড পাবার সম্ভাবনা আপনার থাকবে।
আপনারা যে ১৪ হাজার ভেঞ্জর ক্যাপিটাল SEO দের Email ডাটাবেস দিয়েছেন, তা যে সঠিক কি ভাবে বুঝবো?
আমাদের ডাটাবেজের অধিকাংশ ভেঞ্জর বা এঞ্জেল ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানের ফাউন্ডার বা CEO দের নাম ও Email Address এর পাশাপাশি তাদের Linkedin Profile ও দেওয়া আছে। তাই আপনি নিজেই বিষয়টি চেক করতে পারবেন ।
আপনারা নিজেরা কি এ বিষয়ে Apply করেছেন?
আমরা বিগত ২ বছর যাবৎ এ বিষয়টির উপর Research করছি এবং AI ও Saas বিষয়ে Apply করা শুরু করেছি এবং ইনশাআল্লাহ ভালো রেস্পন্সও পাচ্ছি। আমরা চাচ্ছি, আমাদের মতো এরকম অসংখ্য উদ্যোক্তা, যাদের স্বপ্ন অনেক বড় কিন্তু সেটাকে বাস্তবায়নের জন্য সঠিক কোন পথ পাচ্ছে না, তারা যেন আমাদের অভিজ্ঞতা থেকে তৈরীকৃত “ ব্যাবসায় কোটি টাকার ফান্ড কি ভাবে পাবেন?” প্যাকেজটি সংগ্রহের মাধ্যমে তাদের স্বপ্নকে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌছাতে নিতে পারে।
আমি কম্পিটার কম বুঝি। আমি কি এগুলো করতে পারবো?
অবশ্যই আপনি এর সমস্ত কাজগুলোই নিজে নিজে করতে পারবেন। কারন প্রতিটি সেকশনের সাথেই বাংলা ভিডিও গাইড লাইন দেওয়া আছে। So, না পারার কিছু নেই। আপনি অবশ্যই পারবেন।